ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

কলকাতার অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে থানায় তলব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
কলকাতার অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে থানায় তলব

কলকাতা: পশ্চিমবঙ্গের অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে থানায় তলব করে জিঞ্জাসাবাদ করেছে পুলিশ।

হাসপাতালের সাবেক সিইও রুপালী বসু এবং বর্তমান সিইও রানা দাসগুপ্তকে মঙ্গলবার (১৪ মার্চ) কলকাতা পুলিশ জেরা করে।
 
এক রোগী মৃত্যুর ঘটনা এবং বিল সংক্রান্ত বিস্তর অভিযোগের ফলেই এই তলব বলে মনে করা হচ্ছে।


 
কলকাতার অ্যাপোলো হাসপাতাল নিয়ে একাধিক অভিযোগ সাম্প্রতিককালে সামনে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করে এর আগেই পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতালগুলোকে অস্বচ্ছ বিল এবং পরিসেবা নিয়ে সতর্ক করেছেন। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর পদক্ষেপের পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন।

সংশ্লিষ্ট সূত্রের খবর, আগামী দিনে আরও এক বা একাধিক বার এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে তলব করতে পারে কলকাতা পুলিশ।

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৭
ভিএস/আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।