ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বসন্তে হঠাৎ বৃষ্টি কলকাতায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
বসন্তে হঠাৎ বৃষ্টি কলকাতায় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। বসন্তের চেনা রোদ লুকিয়ে পড়েছিল মেঘের আড়ালে। বেলা বাড়তেই শুরু হয় বৃষ্টি।

বসন্তের আবহাওয়ায় বৃষ্টির হঠাৎ আগমনে কিছুটা হতচকিত হয়ে পড়েন কলকাতাবাসী। ঝিরঝিরে বৃষ্টি বুধবার (০৮ মার্চ) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার জোর বাড়িয়েছে।

আকাশ মেঘলা দেখে অনেকে ছাতা নিয়ে বের হলেও বেশির ভাগ কাজে বের হওয়া মানুষকে অকাল বর্ষণের ফলে ভিজতে হয়েছে। কলকাতার আশেপাশের জেলাগুলো থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।
 
হঠাৎ করে বৃষ্টি আসায় সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেশ কিছুটা কমে গেছে। প্রবল বৃষ্টির ফলে গরম ভাব কমে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহর কলকাতার মানুষ।

মঙ্গলবার (৭ মার্চ) তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করছিল। বৃষ্টির ফলে এদিন এক ধাক্কায় তা নেমেছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া সংক্রান্ত একটি বেসরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।