ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

সড়ক দুর্ঘটনায় দোহার ব্যান্ডের কালিকাপ্রসাদ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
সড়ক দুর্ঘটনায় দোহার ব্যান্ডের কালিকাপ্রসাদ নিহত সড়ক দুর্ঘটনায় দোহার ব্যান্ডের কালিকা প্রসাদ নিহত

কলকাতা: পশ্চিমবঙ্গের বাংলা ব্যান্ড সঙ্গীতের দল ‘দোহার’-এর প্রধান গায়ক কালিকাপ্রসাদ ভট্টাচার্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় দলটির কয়েকজন সদস্য গুরুতর আহত হন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের বীরভূমের সিউড়িতে অনুষ্ঠান করতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

কালিকাপ্রসাদ জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শো’র গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তার মৃত্যুর খবরে গোটা সঙ্গীত মহলে শোকের ছায়া নেমে এসেছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৭
এসএস/আরআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।