ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতায় কড়া নাড়ছে গ্রীষ্ম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
কলকাতায় কড়া নাড়ছে গ্রীষ্ম কলকাতায় কড়া নাড়ছে গ্রীষ্ম/ছবি: সংগৃহীত

কলকাতা: দিন গুনেই যেন কলকাতায় বিদায় নিচ্ছে শীত। ফেব্রুয়ারির শুরুতেই দোরগোড়ায় কড়া নাড়ছে গ্রীষ্ম। কনকনে শীত বিদায় নিয়েছে অনেক আগেই। বেশ কয়েকদিন ধরে হালকা শীতের যে আমেজ ছিল তারও বিদায় ঘণ্টা বেজে গেছে। ভোরের দিকে সামান্য ঠাণ্ডাভাব থাকলেও দিনে গরম লাগতে শুরু করেছে।

কলকাতার আলিপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা জি কে দাস বাংলানিউজকে এ কথা জানান।

এর মধ্যেই তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে।

মার্চ মাসে কলকাতায় পুরোপুরি গরম থাকবে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। ২০১৬ সালের মার্চ মাসে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি, যা ছিল এক দশকের রের্কড তাপমাত্রার থেকে বেশি।  

সাধারণভাবে মে মাসে কলকাতায় সবচেয়ে বেশি গরম থাকে। বিগত কয়েকটি বছরে এপ্রিল মাসেই কলকাতায় তাপপ্রবাহ শুরু হয়েছিল। তবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আরও কয়েক দিন ঠাণ্ডার আমেজ থাকতে পারে বলে করছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
ভিএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।