ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

চলে গেলেন মুক্তিযুদ্ধের আলোকচিত্রী রবীন সেনগুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
চলে গেলেন মুক্তিযুদ্ধের আলোকচিত্রী রবীন সেনগুপ্ত চলে গেলেন মুক্তিযুদ্ধের আলোকচিত্রী রবীন সেনগুপ্ত

আগরতলা: না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের অন্যতম আলোকচিত্রী ত্রিপুরা রাজ্যের রবীন সেনগুপ্ত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হলে তাকে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সকাল সাড়ে ৮টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরে মৃতদেহ আর এম এস চৌমুহনীর মধ্যপাড়া এলাকায় নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ভানু লাল সাহাসহ শ্রদ্ধা জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮৭ বছর। তিনি স্ত্রী এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।