ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাসে অনলাইন ভিসা চালু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাসে অনলাইন ভিসা চালু কলকাতায় বাংলাদেশ দূতাবাস/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাসে অনলাইন ভিসা চালু করছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন।

কমিশন জানায়, শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে আর হাতে লেখা ভিসার কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখন থেকে অনলাইনে কলকাতা উপ দূতাবাসে ভিসার আবেদন কর‍া যাবে।

কমিশনের ওয়েবসাইটে (bdhc-kolkata.org অথবা visa.gov.bd) গিয়ে সহজেই আবেদন করা যাবে।

অনলাইন পূরণকৃত ফরম প্রিন্ট করে দুই কপি সম্প্রতি তোলা ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, ভিসা সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে জমা দিতে হবে।

অন্য প্রয়োজনীয় তথ্যের জন্য আবেদনকারী সরাসরি ডেপুটি হাই কমিশন দফতরে যোগাযোগ করতে পারেন বলেও জানান হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এস.এস/ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।