ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে কমবে শীত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে কমবে শীত

কলকাতা: টানা কয়েকদিন শীতের দাপটের পর আশার কথা শোনাচ্ছে আবহাওয়া অধিদফতর। তারা বলছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) থেকে কমে আসবে শীত।

কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে প্রবল তুষারপাতের ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী  জেলাগুলোতেও যথেষ্ট শীত পড়েছিল। শীতের প্রকোপ থেকে বাদ যায়নি রাজধানী নয়াদিল্লিও, সেখানে তাপমাত্রা নেমেছিলো ৩.৪ ডিগ্রি পর্যন্ত।

এদিকে মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদফতর। সেক্ষেত্রে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বাড়তে পারে।  

এখানেই শেষ নয়, কয়েকদিন বাদে ফের বাড়বে শীতের প্রকোপ। তবে সেই শীতের কামড় কমও হতে পারে। সবকিছু নির্ভর করবে পাহাড়ে বরফ জমা, বঙ্গোপসাগরের পরিস্থিতিসহ সার্বিক বিষয়ের ওপর।   
তবে এবার হাড় কাঁপানো শীত পড়লেও কলকাতায় তা আগের রেকর্ডকে ছুঁতে পারেনি। ২০১২-১৩ মৌসুমে জানুয়ারিতে কলকাতার তাপমাত্রা ঠেকেছিল ৯ ডিগ্রিতে।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।