ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন পরিদর্শন 

ভাস্কর সরদার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন পরিদর্শন  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের বীরভূমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক‍ুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে নির্মাণাধীন ‘বাংলাদেশ ভবন’ পরিদর্শন করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী।  

এ সময় হাইকমিশনারের স্ত্রী ছাড়াও কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদও ছিলেন।

 

শনিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ভবন পরিদর্শন করেন তারা।  

পরিদর্শনকালে সৈয়দ মুয়াজ্জেম আলী, জকি আহাদ এবং কাউন্সিলর মাইনুল কবির বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর স্বপন দত্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। খোঁজ-খবর নেন শান্তি নিকেতনে নির্মাণাধীন ‘বাংলাদেশ ভবনে’র কাজের বিষয়েও।  

বিশ্বভারতী ক্যাম্পাসে ২৫ কোটি রুপি ব্যয়ে ‘বাংলাদেশ ভবন’ নির্মাণ করছে বাংলাদেশ সরকার। নির্মাণ কাজ বেশ এগিয়েছে, ২০১৭ সালের অক্টোবর নাগাদ নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।  

ভবন নির্মাণে কাজ করছে ভারতীয় সংস্থা এনবিসিসি। এ সময় কলকাতার উপ হাইকমিশনার জকি আহাদ নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছ থেকে কাজের অগ্রগতির বিষয়ে কথা বলেন। ভবন নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে দু’জনই বেশ সন্তুষ্ট।  

 শান্তি নিকেতনে দুই বিঘা জমিতে ৪৫ হাজার বর্গফুট জায়গায় দ্বিতল এ ভবনে থাকছে- আলোচনা সভা মঞ্চ, পাঠাগার, ক্যাফেটেরিয়া,  বাংলাদেশি পড়ুয়াদের থাকার ব্যবস্থা।  

থাকছে বাংলা ভাষা ও বাংলা চর্চা কেন্দ্রও। গবেষণার সুযোগ নিতে পারবেন বিদেশি পড়ুয়ারাও।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টম্বর ১৭, ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।