ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

অনলাইন খবর প্রকাশ করবে কলকাতা পৌরসভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
অনলাইন খবর প্রকাশ করবে কলকাতা পৌরসভা

কলকাতা: এক নতুন উদ্যোগ নিতে চলেছে কলকাতা পৌরসভা। জানা যায়, নাগরিক পরিসেবা দেওয়ার পাশাপাশি অনলাইন খবর প্রকাশ করতে যাচ্ছে সংস্থাটি।

অল্প কিছুদিনের মধ্যেই এই পরিসেবা চালু হবে।

অনলাইনকে খবর প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নেওয়ায় এ নিয়ে যথেষ্ট সাড়া পড়েছে পৌরসভার ভেতরে কর্মকর্তাদের মধ্যে। খবর প্রকাশ করলেও সাধারণ সংবাদমাধ্যমের মতো সব তথ্য প্রকাশ করা হবে না বলেও জানা যাচ্ছে। শুধু মাত্র পৌরসভা এবং মেয়র সংক্রান্ত খবর প্রকাশ করা হবে।

এর আগে বিভিন্ন পুস্তিকা বা বই প্রকাশ করেছে কলকাতা পৌরসভা। কলকাতা বইমেলাতে প্রতিবছর তাদের প্রকাশিত বই স্টলে শোভা পায়। তবে নিত্য সংবাদের বিষয়টি এবারই প্রথম।
 
কলকাতা পৌরসভার তথ্য প্রযুক্তি বিভাগ সূত্রে জানা যায়, মুহূর্তে ঘটনার খবর কলকাতা পৌরসভার কাছে আসবে বা যখনই সাধারণ মানুষের স্বার্থে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বা কোনো নিয়ম চালু করা হবে সেসময় যত তাড়াতাড়ি সম্ভব খবরটি অনলাইনে প্রকাশ পাবে।
 
কিন্তু এতো মাধ্যম থাকতে অনলাইন কেন? এর উত্তরে খুঁজতে গিয়ে জানা যায়, সরকারিভাবে ঘোষণা করা না হলেও যেটি জানা যাচ্ছে সবার আগে এবং সব জায়গায় মানুষকে খবর পৌঁছে দিতে অনলাইনকেই সব থেকে কার্যকারী বলে মনে করা হচ্ছে।
 
প্রযুক্তিগত দিক থেকে তৈরি হলেই চালু হয়ে যাবে কার্যক্রম জানালেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।