ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ভারত

‘কেজরিওয়াল ‘শের’, তাকে কেউ ভাঙতে পারবে না’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
‘কেজরিওয়াল ‘শের’, তাকে কেউ ভাঙতে পারবে না’

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একজন ‘শের’ (সিংহ) এবং কেউ তাকে ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন তার স্ত্রী সুনিতা কেজরিওয়াল।

শনিবার সন্ধ্যায় আম আদমি পার্টির পূর্ব দিল্লি প্রার্থীর সমর্থনে তার প্রথম লোকসভা ভোটের রোডশো করার সময় তিনি এ মন্তব্য করেন।

একটি ছাদখোলা জিপে দাঁড়িয়ে সুনিতা কেজরিওয়াল পূর্ব দিল্লি কেন্দ্রের কোন্ডলি এলাকায় ভোটারদের হাতজোড় করে অভ্যর্থনা জানান।

এ সময় সুনিতা কেজরিওয়াল বলেন, আমরা স্বৈরাচার অপসারণ এবং গণতন্ত্র বাঁচাতে ভোট দেব।

দলের নেতারা জানান, মানি লন্ডারিং মামলায় কারাগারে অরবিন্দ কেজরিওয়াল। তার স্ত্রী আম আদমি পার্টির নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন। রোববার পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্রে একটি রোডশো করবেন তিনি।

দলের নেতারা আরও জানান, সুনিতা কেজরিওয়াল দক্ষিণ দিল্লি এবং নয়াদিল্লি নির্বাচনী এলাকাগুলোর পাশাপাশি গুজরাট, হরিয়ানা এবং পাঞ্জাবেও আম আদমি পার্টির প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।