ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

পাখির সঙ্গে প্লেনের ধাক্কা, ১৭৯ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
পাখির সঙ্গে প্লেনের ধাক্কা, ১৭৯ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ

আগরতলা (ত্রিপুরা): আগরতলা বিমানবন্দরের আকাশে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী একটি প্লেন।

আগরতলা বিমানবন্দরের আধিকারিক সূত্রে জানা গেছে, বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইন্ডিগোরের  6E5401 নম্বরের প্লেনটি শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে দিল্লি থেকে সরাসরি আগরতলায় আসছিল।

আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণের সময় আচমকা প্লেনের সামনের দিকে বড় ধরনের পাখির ধাক্কা লাগে। এতে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় প্লেনের সামনে দিক। এ সময় আবহাওয়ার রাডার খারাপ হয়ে যায়। পরে ১৭৯ জন যাত্রী নিয়ে নিরাপদে প্লেনটি অবতরণ করে।

আগরতলায় যাত্রী নামিয়ে নতুন ১৫৭ জন যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশে প্লেনটির যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে যেতে পারেনি। পরে সংস্থার তরফ থেকে বিকল্প প্লেনের ব্যবস্থা করা হলে ১৬৭ জন যাত্রী প্রায় সাড়ে চার ঘণ্টা পর দিল্লির উদ্দেশে রওয়ানা দেয়। ক্ষতিগ্রস্ত প্লেনটি মেরামত করতে বহিঃরাজ্য থেকে থেকে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা আসছেন বলেও বিমানবন্দর সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসসিএন/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।