ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

উল্লাপাড়ায় অনুমোদনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
উল্লাপাড়ায় অনুমোদনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সিলগালা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও একটি ক্লিনিকের সরঞ্জামাদি জব্দ ও জরিমানা করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউল গনি ওসমানী।

তিনি বলেন, অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিক, ডায়াগনস্টিক ও চিকিৎসকদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান জানানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ও ক্লিনিক মালিক পালিয়ে যাওয়ায় শেফা ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়। অপরদিকে ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহার করায় ডা. কাশেম অ্যান্ড ডা. রাবেয়া ইস্পেরিয়াল অ্যান্ড কনসালটেশনকে ৫ জরিমানা করা হয়েছে। এছাড়াও সব যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।