ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

গণটিকার ক্যাম্পেইনে গণসঙ্গীত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
গণটিকার ক্যাম্পেইনে গণসঙ্গীত গণটিকার ক্যাম্পেইনে গণসঙ্গীত

ফরিদপুর: স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালনায় শনিবার (২৬ ফেব্রুয়ারি) সারাদেশে ১ কোটি মানুষকে প্রথম ডোজ দিতে ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে গণসঙ্গীতের আয়োজন করা হয়েছে। গণটিকার ক্যাম্পেইন উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকযোগে বোয়ালমারী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনার্কীর্ণ স্থানে চলবে গণসঙ্গীত।



বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বোয়ালমারী পৌরসভা ভবন চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পৌরসভাটির মেয়র মো. সেলিম রেজা লিপন।  

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোল্যা মো. শফিকুল ইসলাম, অগ্নিবীনা শিল্পী সংসদের সভাপতি গাজী শামসুজ্জামান খোকন, প্যানেল মেয়র মমিন খান, কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, হোসনেয়ারা হেনা, নাট্যকর্মী ও সাংবাদিক আমির চারু বাবলু, খান মোস্তাফিজুর রহমান সুমন ও মুহব্বত জান চৌধুরী উপস্থিত ছিলেন।  

আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন পৌরসভার নয়টি ওয়ার্ডের মোড়ে মোড়ে এ প্রচার কার্যক্রম চালানো হবে বলেও জানা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে টিকা নিয়ে রচনাকৃত গণসঙ্গীত পরিবেশন করেন স্থানীয় অগ্নিবীনা শিল্পী সংসদের মো. লুৎফর রহমান বয়াতী, রাজিব খান, সুশিল গোলদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।