ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

হবিগঞ্জে একদিনে ৭৪ হাজার মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
হবিগঞ্জে একদিনে ৭৪ হাজার মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি ছবি: সংগৃহীত

হবিগঞ্জ: ২৬ ফেব্রুয়ারি করোনা টিকাদানের ক্যাম্পেইন বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছে হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ। এদিন তারা ৯টি উপজেলার ৭৭টি ইউনিয়ন ও ৬টি পৌরসভার ২৫২টি কেন্দ্রে ৭৪ হাজার ৭০০ মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

স্বাস্থ্যবিভাগ জানায়, ক্যাম্পেইনে শুধু প্রথম ডোজ টিকা দেওয়া হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভ্রাম্যমাণ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে জেলা শহরের ৩টি প্রবেশপথে অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে বাস্তুহারা মানুষজন ও বিভিন্ন স্থানে যাথায়াতকারীদের টিকা দেওয়া হবে।

লক্ষ্যমাত্রা অনুযায়ী জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে ১৫টি কেন্দ্রে সাড়ে ৪ হাজার, বানিয়াচংয়ের ১৫টি ইউনিয়নের ৪৫ কেন্দ্রে সাড়ে ১৩ হাজার, নবীগঞ্জের ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ৩৯ কেন্দ্রে ১১ হাজার ৭০০, বাহুবলে ৭টি ইউনিয়নের ২১ কেন্দ্রে ৬ হাজার ৩০০, চুনারুঘাটে ১০ ইউনিয়নের ৩০ কেন্দ্রে ৯ হাজার, সদর উপজেলার ১০ ইউনিয়নের ৩০ কেন্দ্রে ৯ হাজার, লাখাইয়ে ৬ ইউনিয়নের ১৮ কেন্দ্রে ৫ হাজার ৪০০, মাধবপুরে ১১ ইউনিয়নের ৩৩টি কেন্দ্রে ৯ হাজার ৯০০, মাধবপুর পৌরসভার ৯টি কেন্দ্রে ২ হাজার ৭০০ জন এবং হবিগঞ্জ পৌরসভার ১২টি কেন্দ্রে ২ হাজার ৭০০ জনকে টিকা দেওয়া হবে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল জানান, স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যে জেলায় জনসংখ্যা ২৪ লাখ ৬৮ হাজার ৮৭৪ জন। এ পর্যন্ত ১৩ লাখ ৩৪ হাজার ৫৪০ জনকে প্রথম ডোজ, ৯ লাখ ৯২ হাজার ২৯১ জনকে দ্বিতীয় ডোজ ও ২৯ হাজার ৩৩১ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।