ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

যৌনজীবনে সমস্যা? উচ্চরক্তচাপ আছে কী?

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
যৌনজীবনে সমস্যা? উচ্চরক্তচাপ আছে কী?

হাইপারটেনশন বা উচ্চরক্তচাপ আপনার যৌনজীবনে প্রভাব ফেলতে পারে। অর্থাৎ আপনার জনন অঙ্গ ঠিকমতো কাজ নাও করতে পারে।

এমনটি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চিকিৎসাবিজ্ঞানের মতে, উচ্চরক্তচাপের কারণে সঙ্কুচিত হয়ে পড়ে আর্টারি। ঘনিষ্ঠ সময়ে যৌনাঙ্গ ও এর আশপাশে স্বাভাবিক রক্তপ্রবাহ বাধা পায়। ফলে নারী-পুরুষ যে কারো বিঘ্নিত হয় যৌনজীবন।

উচ্চরক্তচাপের কারণে নারীদের চেয়ে পুরুষরা যৌন সমস্যায় বেশি ভোগেন। যৌনাঙ্গে অপর্যাপ্ত রক্তপ্রবাহের কারণেই এটা হয়। ফলে অঙ্গ দুর্বল হয়ে পড়ে।  

নারীদের ক্ষেত্রে যা হয় তা হলো তাদের মিলনের ইচ্ছা একেবারেই কমে যায়। কারণ উচ্চরক্তচাপ থাকলে নারীরা সারাক্ষণই ক্লান্ত থাকেন।

এটা একেবারেই সত্য যে, যৌন জীবন ব্যাহত হলে নারী পুরুষের মানসিক স্বাস্থ্যও ভেঙে পড়তে পারে।  

সে কারণে যৌনজীবনে সমস্যা দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়া উচিৎ। রক্তচাপ পরীক্ষা করা উচিত। না হলে শরীর মন দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।