ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিকেলে আসছে সিনোফার্মের ২ লাখ টিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
বিকেলে আসছে সিনোফার্মের ২ লাখ টিকা

ঢাকা: রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে চীন থেকে দেশে দুই লাখ ডোজ সিনোফার্মের টিকা আসবে।

এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই টিকা আসবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করবেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।