ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

প্রথম দিনে যে ২৬ জন টিকা নিলেন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
প্রথম দিনে যে ২৬ জন টিকা নিলেন প্রথম দিনে ভাগ্যবান একজন টিকা নিচ্ছেন। ছবি: জিএম মুজিবর

ঢাকা: দেশে বুধবার (২৭ জানুয়ারি) কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বিকেল সাড়ে ৩টায় উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রথম ভ্যাকসিন গ্রহণ করবেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

এসময় সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাসহ মোট ২৬ জন কে টিকা দেওয়া হয়।

একই সময় অনলাইনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোট পাঁচজনকে টিকাদান সম্পন্ন করা হয়। পাঁচজনের মধ্যে বাকি চারজন হলেন এ হাসপাতালের চিকিৎসক মেডিসিন কনসালটেন্ট ডা. আহমেদ লুৎফর মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, মতিঝিল বিভাগের ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, প্রথম দিনে টিকা দানের জন্য ৩২ জনের তালিকা করা হলেও এদের মধ্য থেকে ২৬ জনকে টিকা দেওয়া হয়েছে।

প্রথম ধাপে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পাঁচজন এর টিকা দেওয়ার পর বাকি ২১ জনকে টিকা দেওয়া হয়।

প্রথমদিনে টিকা গ্রহণকারী ২৬ জনের মধ্যে অন্য লাকি ২১ জন হলেন: মো. মাজেদুল ইসলাম, সানজিদা সুলতানা, মো. আব্দুল হালিম, মো. এনামুল হক, মোহাম্মদ হামজা, শাম্মী আক্তার, ডা. আল মামুন শাহরিয়ার সরকার, ডা. ফরিদা ইয়াসমিন, ডা. আফরোজা জাহিন, ডা. অরূপ রতন চৌধুরী, অধ্যাপক ডা. আব্দুল কাদের খান, মেজর জেনারেল মাহবুবুর রহমান, মো. আব্দুর রহিম, কাজী জসিম উদ্দিন, মোশারফ হোসেইন, মাসুদ রায়হান পলাশ, মোহাম্মদ আল মাসুদ মোল্লা, আমিরুল মোমেনিন, মিস মুন্নি খাতুন, আশিকুল ইসলাম, দেওয়ান হেমায়েত হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
পিএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।