ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢাকাকে জলাতঙ্ক মুক্ত করতে টিকাদান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২
ঢাকাকে জলাতঙ্ক মুক্ত করতে টিকাদান কর্মসূচি

ঢাকা: ঢাকা নগরীকে জলাতঙ্কমুক্তকরণ ও কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) ও প্রাণীকল্যাণ ফাউন্ডেশন ‘অভয়ারণ্য’ এ কর্মসূচির আয়োজন করেছে।

ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলবে এ টিকাদান কর্মসূচি।

অভয়ারণ্যের চেয়ারম্যান রুবাইয়া আহমেদ বাংলানিউজকে বলেন, ‘কুকুর নিধন নয়, বন্ধ্যাকরণের মাধ্যমে এর বংশবিস্তার রোধ করা যায়। ’ আর বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক টিকা দিলে তার কামড়েও কোনো রোগ ছড়াবে না বলে তিনি জানান।

তিনি বলেন, কুকরের সংখ্যা নিয়ন্ত্রণ ও টিকাদানের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির উদ্দেশ্য।

চেয়ারম্যান বলেন, কোনো প্রাণীকেই প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা আইনসঙ্গত নয়। প্রতিটি প্রাণীরই বাঁচার অধিকার রয়েছে।

‘জন্মবিস্তার রোধ করতে হলে অঙ্কুরেই ব্যবস্থা নিতে হবে। আর এ জন্য টিকাদানের বিষয়টি সামনে রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ’

এ কর্মসূচিতে যে কেউই কুকুরকে বন্ধ্যাকরণ ও জলাতঙ্ক টিকাদানের জন্য নিয়ে আসতে পারবে। এ জন্য কোনো অর্থের প্রয়োজন পড়বে না।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।