ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ হাসপাতালে সাধারণ রোগী ভর্তি বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
বিএসএমএমইউ হাসপাতালে সাধারণ রোগী ভর্তি বন্ধ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নতুন সাধারণ রোগী ভর্তি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে জরুরি বিভাগ থেকে আসা জরুরি রোগীরা ভর্তি হতে পারবেন। 

হাসপাতালে ভর্তি থাকা বর্তমান রোগীদের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার (২১ মার্চ) রাতে বাংলানিউজকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।  

তিনি বলেন, করোনা ভাইরাস সচেতনতায় আজকে (শনিবার) এ সিদ্ধান্ত সবাইকে জানানো হয়েছে।

৩১ মার্চ পর্যন্ত নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হবে না।  

‘তবে জরুরি বিভাগ দিয়ে জরুরি রোগীরা ভর্তি হতে পারবে। সাধারণ রোগীদের ভর্তি বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া সব বিভাগের জরুরি অপারেশন থিয়েটারগুলো (ওটি) চালু থাকলেও সাধারণ ওটি বন্ধ ঘোষণা করা হয়েছে,’ যোগ করেন ডা. কনক কান্তি বড়ুয়া।  

তিনি জানান, ৩১ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। জ্বর ও ঠাণ্ডাজনিত রোগ নিয়ে কেউ যদি হাসপাতলে আসেন, তাহলে বারডেমের পাশে বেতারের পুরাতন ভবনে একটি ওয়ার্ডে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। তারপরে তাদের সঙ্গে কথা বলে এবং লক্ষণ দেখে যদি করোনা ভাইরাস মনে হয় তাহলে সেই রোগী সরকারের বরাদ্দকৃত হাসপাতালে পাঠানো হবে। সেখানকার চিকিৎসকদের আমরা পার্সোনাল প্রটেক্ট ইক্যুইপমেন্ট (পিপিই) দিয়েছি। ’

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এজেডএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।