ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খুমেকে ভর্তি খুবির ছাত্র করোনা ভাইরাসে আক্রান্ত নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ৯, ২০২০
খুমেকে ভর্তি খুবির ছাত্র করোনা ভাইরাসে আক্রান্ত নয় ফাইল ছবি

খুলনা: খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ছাত্র করোনা ভাইরাসে আক্রান্ত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

সোমবার (০৯ মার্চ) সকালে হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর দেড়টার দিকে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

খুমেক হাসপাতালের পরিচালক চিকিৎসক এ টি এম মনজুর মোর্শেদ বাংলানিউজকে জানান, নেপালি নাগরিক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্র সর্দি ও জ্বর নিয়ে সকালে হাসপাতালে ভর্তি হন।

তাকে করোনা ইউনিটে ভর্তি করার পর পরীক্ষা-নিরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, ওই ছাত্র করোনা ভাইরাসে আক্রান্ত নয়। নেপালে এখনো কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। তারপরও তাকে নিজ কক্ষে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

** করোনা ভাইরাস সন্দেহে খুবির শিক্ষার্থী খুমেকে ভর্তি

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।