ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কাউসার স্মরণে ঢাবিতে ডেন্টাল ক্যাম্প

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
কাউসার স্মরণে ঢাবিতে ডেন্টাল ক্যাম্প ডেন্টাল ক্যাম্প

ঢাকা বিশ্ববিদ্যালয়: রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কাউসারের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলে এই ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সূর্য সেন হল শাখা ছাত্রলীগ এই ডেন্টাল ক্যাম্পের আয়োজন করে।

 

ফ্রি ডেন্টাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসেন ও ছাত্রলীগের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহীন।

হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম শপু বাংলানিউজকে বলেন, কাউসার আমার খুব কাছের বন্ধু ছিল। স্ত্রী ও যমজ সন্তান রেখে সে মারা যায়। আমরা তার জন্য ফান্ড সংগ্রহ করেছিলাম। এবার ডেন্টাল ক্যাম্প করেছি। এর মাধ্যমে সবাই কাউসারকে স্মরণ করছি। নিহত কাউসার সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

বাংলাদেশ সময় ০৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২০
এসকেবি/টিএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।