ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশাল বিভাগে ৩৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
বরিশাল বিভাগে ৩৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্তরা। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ৩৬৮ জন রোগী বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতে ভর্তি হয়েছেন ১১০ জন রোগী। তবে এ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বিভাগের ছয় জেলায়।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল জেলায় চার জন, পটুয়াখালীতে ১১, ভোলায় ১২, পিরোজপুরে ২৪, বরগুনায় ১০, ঝালকাঠিতে ১ ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৪৮ জন রয়েছে ভর্তি হয়েছে।  

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।



সোমবার (২৬ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী, বরিশাল বিভাগে এ পর্যন্ত তিন হাজার ৬৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য বিভাগের বিভিন্ন হাসপাতালের দ্বারস্থ হয়েছেন।

এর মধ্যে শুধুমাত্র শেবাচিম হাসপাতালে এক হাজার ৬৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। পাশাপাশি বরিশাল জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ৩৮২ জন ও বেসরকারি হাসপাতালে ৭২ জন রোগী এ পর্যন্ত ভর্তি হয়েছেন। এছাড়া পটুয়াখালী জেলায় ৪০১ জন, ভোলা জেলায় ৩৫৫ জন, পিরোজপুর জেলায় ৪১৪ জন, বরগুনা জেলায় ২৯৮ জন, ঝালকাঠি জেলায় ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।  

এদিকে, মোট ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে এ পর্যন্ত বরিশাল বিভাগে তিন হাজার ২৬৭ জন চিকিৎসা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে শেবাচিম হাসপাতাল ব্যতিত বরিশাল জেলার ৪৩৭ জন এবং পটুয়াখালীর ৩৫২ জন, ভোলার ৩২১ জন, পিরোজপুরের ৩৪৪ জন, বরগুনার ২৭৩ জন, ঝালকাঠির ৬৬ জন ডেঙ্গু রোগী রয়েছেন। এছাড়া শেবাচিম হাসপাতাল থেকে এ পর্যন্ত এক হাজার ৪৭৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে গত ১ জুলাই থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগে ১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। এর মধ্যে শেবাচিম হাসপাতালে ছয় জন, বরিশাল জেলার অন্যান্য স্থানে দুই জন, বরগুনায় দুই জন ও পিরোজপুরে এক জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।

বাংলা‌দেশ সময়: ২০৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।