ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৬ ডেঙ্গু রোগী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
মমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৬ ডেঙ্গু রোগী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল

ময়মনসিংহ: সারাদেশের মতো ময়মনসিংহেও ডেঙ্গু রোগ নিয়ে উদ্বেগ বিরাজ করছে। পাশাপাশি রোগটিতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে এ পর্যন্ত ৬৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

তারা হাসপাতালের ১৩, ১৪ ও ১৫ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাদের বেশির ভাগের জন্যই হাসপাতাল থেকে মশারি সরবরাহ করা হয়েছে।

তবে তাদের কেউই ময়মনসিংহে আক্রান্ত হননি বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান মমেক হাসপাতালের উপ পরিচালক ডা. এবি মো. শামসুজ্জামান সেলিম।

তিনি বলেন, গত কয়েক দিন ধরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সোমবার (২৯ জুলাই) হাসপাতালে ৫৬ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে ১৫ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। পরে আরও ২৫ জন রোগী হাসপাতালে এসে ভর্তি হন। সবমিলে বর্তমানে হাসপাতালে ৬৬ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে।

মমেক হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে অনেকেই ঢাকাতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ঢাকাতে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তারা নিজের এলাকায় ফিরে এ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া ময়মনসিংহে বসবাস করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এমন কোনো লোকের খবর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।

মমেক হাসপাতালের উপ পরিচালক ডা. এবি শামসুজ্জামান সেলিম এও বলেন, ডেঙ্গু রোগের নির্ধারিত কোনো প্রতিষেধক নেই।

রোগীদের প্যারাসিটামল ও তরল জাতীয় খাবার দেওয়া হচ্ছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। হাসপাতালের বেডে তাদের জন্য মশারি টানিয়ে দেওয়া হয়েছে।  

শামসুজ্জামান সেলিম বলেন, মঙ্গলবার দুপুর পর্যন্ত পাঁচজন ডেঙ্গু সন্দেহে বিনামূল্যে হাসপাতালে পরীক্ষা করিয়েছেন। তবে তাদের ডেঙ্গু ধরা পড়েনি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এমএএএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।