ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডায়াবেটিস দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি-সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
ডায়াবেটিস দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি-সভা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) সকালে শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাশেম, সিভিল সার্জন মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম, পৌর মেয়র মো. রফিকুল আলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিসের ক্ষেত্রে সবার সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।