ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ইসলামী ব্যাংকের দুই হাসপাতালকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
ইসলামী ব্যাংকের দুই হাসপাতালকে জরিমানা ওষুধের মেয়াদ শেষ, তবুও ব্যবহার করা হচ্ছে

ঢাকা: মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং সার্জিকাল সামগ্রী ব্যবহারের দায়ে রাজধানীতে ইসলামী ব্যাংকের দুই হাসপাতালকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

হাসপাতাল দু’টি হলো- কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল ও পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতাল।

মঙ্গলবার (১৭ জুলাই) র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-৩ এ অভিযান পরিচালিত হয়।

সারওয়ার আলম জানান, ইসলামী ব্যাংকের দু’টি হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া গেছে। অপারেশন থিয়েটারে কিছু ওষুধ পাওয়া গেছে যেগুলোর মেয়াদ গত এপ্রিল ও মে মাসেই শেষ হয়েছে। তাই ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালকে ৬ লাখ ও ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

একই অভিযানে পরীক্ষা না করে রিপোর্ট দেওয়ার দায়ে পল্টন এলাকার ইফতি ডায়াগনস্টিক সেন্টার, রাজধানী ডায়াগনস্টিক সেন্টার ও রয়েল ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে রয়েল এবং ইফতি ডায়াগনস্টিক সেন্টার দু’টি সিলগালা করে দেওয়া হয়েছে বলেও জানান সারওয়ার আলম।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।