ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলের অপেক্ষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৭
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলের অপেক্ষা

ঢাকা: সরকারি-বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে যাচ্ছে সোমবার (০৯)।

এদিন যেকোনো সময় পরীক্ষার ফলাফল প্রকাশ করবে স্বাস্থ্য অধিদফতর।

এর আগে ৩১টি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য গত ৬ অক্টোবর ৩৪টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সরকারি ৩১ ও বেসরকারি ৬৯টি কলেজে ভর্তির জন্য ৮২ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। মোট ১০ হাজারের মতো আসনের মধ্যে সরকারি কলেজগুলোতে রয়েছে তিন হাজার ৩১৮টি আসন।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৭
এমআইএইচ/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।