ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

আসুন, বিষণ্নতা নিয়ে কথা বলি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৭
আসুন, বিষণ্নতা নিয়ে কথা বলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘আসুন, বিষণ্নতা নিয়ে কথা বলি’ স্লোগান সামনে রেখে বগুড়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে।

শুক্রবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা বের করা হয়।
 
যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেষে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
 
শোভাযাত্রায় জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন, জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিপিএম, ডেপুটি সিভিল সার্জন ডা. নুরুজ্জামান, বিএমএ’র জেলার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, ডা. সামির হোসেন মিশুসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।