ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

আগে চিকিৎসা সেবা, তারপর রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
আগে চিকিৎসা সেবা, তারপর রাজনীতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সবার আগে সেবা। তারপর রাজনীতি। মনে রাখতে হবে রোগীর সেবা করাই চিকিৎসকদের প্রথম দায়িত্ব।

রাজশাহী: দেশের ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সবার আগে সেবা। তারপর রাজনীতি।

মনে রাখতে হবে রোগীর সেবা করাই চিকিৎসকদের প্রথম দায়িত্ব। মানুষের সেবা করার মানসিকতা না থাকলে চিকিৎসক হিসেবে আসার দরকার নেই।

 

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় মন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, রাজনৈতিক আন্দোলনের নামে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া কোনোভাবেই কাম্য নয়!

এ সময় ভিন্ন প্রসঙ্গ টেনে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জান‍ান তিনি।

সন্ধানী কেন্দ্রীয় পরিষদ আয়োজিত সভায় সংগঠনের সভাপতি জাহারুল হোসাইন খান সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি ডা. একেএম সালেক, মহাসচিব ডা. জয়নাল আবেদিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এসআর তরফদার, রাজশাহী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নওশাদ আলী।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসএস/আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।