ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

‘বুকের দুধ না পেলে সন্তান জঙ্গি হয়ে উঠতে পারে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
‘বুকের দুধ না পেলে সন্তান জঙ্গি হয়ে উঠতে পারে’

ঢাকা: ‘নিজ সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে হবে। খেয়াল রাখতে হবে।

গৃহকর্মীর কাছে বেড়ে ওঠা শিশু অবহেলায় থাকে, মাতৃদুগ্ধ পায় না। এ ধরনের সন্তান জঙ্গি হয়ে ওঠার সম্ভাবনা থাকে’।

মঙ্গলবার (০২ আগস্ট) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, প্রকৃতির নিয়মে সন্তানের জন্য মায়ের দুধই সেরা খাবার। অাধুনিক যুগের কৃত্রিম দুধের কুফলই বেশি।

নাসিম বলেন, কিছুদিন অাগে কল্যাণপুরে নিহত জঙ্গিদের লাশ নিতেও অাসেনি পরিবার। বেওয়ারিশ হয়ে অাছে। লাভ কি! এজন্য সন্তানদের প্রতি অভিভাবকদের নজর দিতে হবে। ইন্টারনেটে কি করছে, সেটা খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, সন্তানকে নিজে বুকের দুধ না দিলে, গৃহকর্মী দিয়ে লালন-পালন করালে সন্তান জঙ্গি হয়ে উঠতে পারে।

মহাখালী ৭তলা বস্তি উচ্ছেদের ব্যাপারেও প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক এস কে রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, অাগস্ট ০২, ২০১৬
এমএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।