ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রংপুরে জাতীয় ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
রংপুরে জাতীয় ‘ভিটামিন এ প্লাস’ ক্যাম্পেইন

রংপুর: রংপুরে আগামী শনিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত হবে জাতীয় ‘ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’। ক্যাম্পেইন উপলক্ষ্যে রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৩টি ওয়ার্ডের ২৯৭টি কেন্দ্রে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবে ৮৯১ জন স্বেচ্ছাসেবী।

এছাড়া থাকবে ১১টি ভ্রাম্যমাণ টিম।

এ সময় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৮ হাজার শিশুকে নীল রং ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৬ হাজার ৪২৪ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এই ক্যাম্পেইন উপলক্ষ্যে বৃহস্পতিবার ( ১৪ জুলাই) সিটি কর্পোরেশনের হল রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে সিটি মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু শনিবারের ভিটামিন এ ক্যাম্পেইন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।