ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বিএসএমএমইউ উপাচার্য

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বিএসএমএমইউ উপাচার্য

ঢাকা: বাংলাদেশে মেডিকেল শিক্ষা, চিকিৎসা সেবা ও গবেষণায় গতিশীল নেতৃত্ব দেওয়ায় এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

বুধবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ৫ আগস্ট সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক ম্যারনা স্কয়ারে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী এ পুরস্কার লাভ করেন।
এদিকে ‘এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পাওয়ায়  অধ্যাপক ডা. কামরুল হাসান খানকে অভিনন্দন জানিয়েছৈ ফিজিশিয়ানস্ ফর সোস্যাল রেসপনসিবিলিটি (পিএসআর) বাংলাদেশ, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি এবং শিক্ষক, চিকিৎসক ও বিভিন্ন পেশার মানুষ।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।