ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘সার্ভিস প্রজেক্ট অ্যাওয়ার্ড’ পেল শরীয়তপুর সেন্ট্রাল লায়ন্স আই হাসপাতাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
‘সার্ভিস প্রজেক্ট অ্যাওয়ার্ড’ পেল শরীয়তপুর সেন্ট্রাল লায়ন্স আই হাসপাতাল শরীয়তপুর সেন্ট্রাল লায়ন্স আই হাসপাতালের চেয়ারম্যান ডা. আলমগীর মতি

ঢাকা: লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল পরিচালিত বিশ্বের ৬০টি দেশের হাসপাতালের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি ‘সার্ভিস প্রজেক্ট অ্যাওয়ার্ড’ লাভ করেছে ‘শরীয়তপুর সেন্ট্রাল লায়ন্স আই হাসপাতাল’।

সম্প্রতি ভারতের আহমেদাবাদে একটি অনুষ্ঠানে হাসপাতালটিকে এই ‍অ্যাওয়ার্ড দেওয়া হয়।

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩১৫ বি-২ বাংলাদেশের গভর্নর লায়ন এসএম ওয়াহিদুজ্জামান বাবর হাসপাতালের পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।

দেশে ফিরে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘শরীয়তপুর সেন্ট্রাল লায়ন্স আই হাসপাতাল’র চেয়ারম্যান লায়ন ডা. আলমগীর মতি ও প্রজেক্ট চেয়ারম্যান প্রফেসর মাহমুদুর রহমানের হাতে অ্যাওয়ার্ড টি হস্তান্তর করেন তিনি।

বুধবার (২৩ ডিসেম্বর) হাসপাতালের কর্মকর্তা শংকর অধিকারীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।