ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

৬ষ্ঠ বারের মতো ইম্যুনাইজেশন কাভারেজ অ্যাওয়ার্ড পেল রাসিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
৬ষ্ঠ বারের মতো ইম্যুনাইজেশন কাভারেজ অ্যাওয়ার্ড পেল রাসিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে সেরা ভূমিকার জন্য ষষ্ঠ বারের মতো ইম্যুনাইজেশন কাভারেজ অ্যাওয়ার্ড পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

এ উপলক্ষে বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাসিক নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
রাসিক’র অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির চেয়ারম্যান মুস্তাক হোসেন রতনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আজীম।

স্বাস্থ্য বিভাগের কর্মকতা-কর্মচারীদের স্বীকৃতিপত্র প্রদান করে মেয়র বলেন, আপনাদের জন্যই এ পুরস্কার অর্জন করা সম্ভব হয়েছে। এর সঙ্গে আছে সকল কাউন্সিলরদের আন্তরিক সহযোগিতা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম, স্বাস্থ্য সহকারী জোসনা খাতুন।
 
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।