ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বরগুনায় ব্লাড ডোনার ক্লাবের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
বরগুনায় ব্লাড ডোনার ক্লাবের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: ‘প্রতিটি সুস্থ শরীর, একটি ব্লাড ব্যাংক’ -এ স্লোগানকে সামনে রেখে বরগুনায় শিউলি ব্লাড ডোনার ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।  
 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য ও রিসোর্স সেন্টারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাওগাতুল আলম এর উদ্বোধন করেন।


 
প্রেসক্লাব সভাপতি হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম স্বপ্ন।  
 
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- বরগুনা সরকারি কলেজের উপাধ্যক্ষ আবদুস সালাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান, সাংবাদ কর্মী জাকির হোসেন মিরাজ, জেলা চেম্বার অব কর্মাসের সহ সভাপতি জহিরুল হক পনু, ইউনিসেফ বরগুনা জেলা প্রতিনিধি জাকির হোসেন, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু, কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ডা. সফিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সমাজ সেবক আবদুর রশিদ খান প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।