ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ছবিটি দেখুন, ধূমপান ছাড়ুন

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
ছবিটি দেখুন, ধূমপান ছাড়ুন

চীনা টেলিভিশন চ্যানেল সিসিটিভি বুধবার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তা দেখে যে কেউ ধূমপানের মতো বদভ্যাস ছেড়ে দিতে চাইবেন।

ছবিতে দেখানো হয়েছে ধূমপানের ফলে ফুসফুসের যে পরিনতি দাঁড়ায় তাই।

দীর্ঘ সময় ধরে যারা ধূমপান করছেন তারাই এমন বিপদগ্রস্ত। ছোট ছোট ভিডিও ক্লিপে দেখানো হয়েছে গোটা ফুসফুস জুড়েই পড়েছে কালো কালো স্পট।

আর ফুটেজের ক্যাপশানে লেখা হয়েছে ফুসফুসের ৮০ ভাগ ক্যান্সারের কারণ ধূমপান।

ছবিতে য‍ার ফুসফুসটি দেখানো হয় তিনি ১৫ বছরের ধূমপায়ী। আর ত্রিশ বছরের ধূমপায়ীদের ফুসফুসে দেখা যায় ক্যান্সারের উপাদান।

গোটা বিশ্বে ক্যান্সারে যত মানুষ আক্রান্ত ও মৃত্যুবরণ করে তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশই ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত, ধূমপানই যার অন্যতম কারণ।



বাংলাদেশ সময় ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।