ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রঙে সীসার ব্যবহার হ্রাসের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
রঙে সীসার ব্যবহার হ্রাসের দাবি ছবি: জাহিদ সায়মন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জনস্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণে রঙে সীসার ব্যবহার হ্রাস করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই দাবিতে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এবং পরিবেশ বিষয়ক সংস্থা (ইউএনইপি) যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী (১৯-২৫ অক্টোবর) কর্মসূচি পালন করছে।

  
 
এরই অংশ হিসেবে শুক্রবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র‌্যালির আয়োজন করে এনভায়রনমেন্ট অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)।  

এ সময় বক্তারা বলেন, সীসা শিশুদের শরীরের জন্য মারাত্বক ক্ষতিকর। এটি মানুষের শ্বাসতন্ত্র, কিডনি, প্রজনন ও বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করে।

তারা রঙে সীসার ব্যবহার হ্রাসের দাবি জানান।   

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।