ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডিআরইউতে নাক-কান-গলার হেলথ ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
ডিআরইউতে নাক-কান-গলার হেলথ ক্যাম্প ছবি: রেহানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নাক, কান ও গলা রোগ বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ২টায় ডিআরইউর ছোট মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।



এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোরসালিন নোমানী, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ, জামিল আহসান শিপু, আমিনুল ইসলাম ভূইয়া প্রমুখ।

হেলথ ক্যাম্পে ডিআরইউর সব সদস্য ও তাদের পরিবার চিকিৎসা নিতে পারবেন। ক্যাম্পে চিকিৎসা দেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।