ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সকালে হাঁটার অভ্যাস করতে ‘ওয়াক্যথন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪
সকালে হাঁটার অভ্যাস করতে ‘ওয়াক্যথন’ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘কিপ ফিট, হাঁটলেন তো বাঁচলেন’ স্লোগানে রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত হয়েছে ‘ওয়াক্যথন’নামে সড়ক পথে হাঁটার অভ্যাস তৈরির একটি ভিন্নধর্মী আয়োজন।
 
সুস্থ থাকতে প্রতিদিন সকালে হাঁটার অভ্যাস করতে শুক্রবার সকাল ৮টায় বারিধারা কস্মোপলিটন ক্লাব এর আয়োজন করে।


 
ওয়াক্যথনে অংশ নেন সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ছাড়াও ক্লাবের প্রায় অর্ধশতাধিক সদস্য।
 
এসময় বারিধারার ১০ নং রোডের ক্লাব কার্যালয় থেকে ৪৫ মিনিট পায়ে হেঁটে জাতিসংঘ রোড, দূতাবাস রোড থেকে আবারো কার্যালয়ে ফিরে আসেন তারা।
 
ভিন্নধর্মী আয়োজনে আরো উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি এম. শামসুল আলম। আয়োজনটির টি-শার্ট স্পন্সর করেছে সিন্সেয়ার গার্মেন্টস। এছাড়াও অংশগ্রহণকারী সবার জন্য লট্টো ব্র্যান্ডের পক্ষ থেকে ২০ শতাংশ হারে ডিসকাউন্ট কুপন দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।