ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

অটিজমে ভুক্তভোগীদের সঙ্গে থাকার অঙ্গীকার শেখ হাসিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
অটিজমে ভুক্তভোগীদের সঙ্গে থাকার অঙ্গীকার শেখ হাসিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যারা অটিজমে ভুগছে, তাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর প্যান প্যাসেফিক হোটেল সোনারগাঁওয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা আয়োজিত স্বাস্থ্যমন্ত্রীদের আঞ্চলিক সভায় তিনি এ  প্রতিশ্রুতি দেন।



প্রধানমন্ত্রী বলেন, এ সভায় গৃহীত সিদ্ধান্তের সঙ্গে আমি সংহতি প্রকাশ করছি।

তিনি বলেন, আমি আপনাদের সঙ্গে সব সময় আছি। যারা অটিজম নিয়ে কাজ করেন, আমি তাদের সঙ্গে সব সময়ই আছি।

তিনি বলেন, আপনাদের সহযোগিতার জন্য আমাদের সরকার সব সময় কাজ করবে।

এ সময় প্রধানমন্ত্রী অটিজম নিয়ে সবাইকে এক সঙ্গে কাজ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪/আপডেটেড: ১৫০০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।