ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঝিকরগাছায় এসসিআইয়ের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪
ঝিকরগাছায় এসসিআইয়ের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা

যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলায় শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (এসসিআই) আরব আমিরাতের অর্থায়নে সহস্রাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হচ্ছে।

সোমবার সকাল থেকে কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্সে দিনব্যাপী এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে।



সোমবার সকালে ইয়াতিম কমপ্লেক্সে চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম।

যশোরের মণিরামপুর উপজেলার ছিয়ামতপুর গ্রামের শহর আলী দফাদার (৮৫) গত দু’বছর ধরে চোখে একদমই দেখতে পান না। স্ত্রী হাত ধরে তিনি ঝিকরগাছায় কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্সে এসেছেন বিনামূল্যে চোখের চিকিৎসা করাতে।

কাঁপা কাঁপা কণ্ঠে তিনি জানালেন, ‘বাবা, দুই বছর চোখে একদম দেখিনে। ডাক্তার দেহানোর (দেখানোর) পয়সা নেই। তাই এই জায়গায় আইচি। এহন আল্লা যদি রহম করে, তালি আবার চোখে দেখতি পাবো। ’ সুন্দর পৃথিবীর রং রূপ ফের দেখতে পাওয়ার আকুতিই যেন ঝরে পড়লো বৃদ্ধ শহর আলীর কণ্ঠস্বরে।

যশোর সদর উপজেলার আমদাবাদ গ্রামের ফারুক হোসেনও জানালেন, টানাটানির সংসারে টাকা দিয়ে চোখের চিকিৎসা করার সামর্থ নেই। তাই টাকা লাগবে না শুনে এই চিকিৎসা শিবিরে এসেছেন চোখ দেখাতে।

শুধু শহর আলী কিম্বা ফারুক হোসেন নন, সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এদের মধ্যে শতাধিক রোগীকে খুলনার বিএনএস চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও করা হয়েছে।

কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি (কেজেআরসি) বাংলাদেশ অফিসের ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. গাজী মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেব উপস্থিত ছিলেন- শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রজেক্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিরেক্টর মোহাম্মদ হামদান আল জারী, প্রজেক্ট বিভাগীয় প্রধান মোহাম্মদ আব্দুর রহমান আহমেদ সাআব আল-আলী, ডোনার ইউসুফ মোহাম্মদ কাশিম মোহাম্মদ আল-আলী ও শাইখ মোহাম্মদ কাশিম মোহাম্মদ আল-আলী, কেজেআরসি বাংলাদেশ অফিসের বিশেষ প্রতিনিধি মাওলানা নুরুল ইসলাম ও ইয়াতিম বিভাগের কর্মকর্তা ফয়সল আহমেদ।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন গাজীর দরগাহ কুয়েত ইসলামিক ইয়াতীম কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা নাসিরুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।