ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শেবামেক হাসপাতালের পরিচালক পদে সেনা কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
শেবামেক হাসপাতালের পরিচালক পদে সেনা কর্মকর্তা

বরিশাল: বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) থেকে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে।  

বৃহস্পতিবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিতও করা হয়েছে।

যেখানে উল্লেখ করা হয়েছে, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের নতুন প্রস্তাবিত পদ ও কর্মস্থল বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদ। আর এ লক্ষ্যে তাকে বদলিপূর্বক স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।  জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।  

উল্লেখ্য জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা শেবামেক হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) থেকে নিয়োগের দাবি জানিয়ে আসছিল। তাদের দাবি এতে করে দীর্ঘদিনে দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া হাসপাতালটিতে চিকিৎসার মান যেমন উন্নয়ন হবে, তেমনি দক্ষিণাঞ্চলের মানুষের আস্থার স্থলটিতে নতুন একটি মাত্রা যোগ হবে। সেই সঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, ঠিকাদারি সিন্ডিকেট ভেঙে ফেলা, জনবল সংকটসহ ভোগান্তিগুলোও লাঘব পাবে। পাশাপাশি রোগীরা আরও বেশি সেবা পাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীরের পরিচালক পদে দায়িত্ব নেওয়ার পর; তিনিই হবেন এ হাসপাতালের প্রথম পরিচালক যিনি সেনা কর্মকর্তা। তবে শেবামেক হাসপাতালের অনেক শিক্ষার্থী সেনাবাহিনীর বিভিন্ন পদে রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।