ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নীলফামারী হাসপাতালে সেবার খোঁজ নিলেন শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
নীলফামারী হাসপাতালে সেবার খোঁজ নিলেন শিক্ষার্থীরা

নীলফামারী: নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে খোঁজ-খবর নেওয়া ও মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।  

রোববার (১১ আগস্ট) দুপুরে হাসপাতালে ভর্তিরত রোগী, চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজ-খবর নেন।

পরে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু আল হাজ্জাজের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষার্থীরা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার সমন্বয়ক আখতারুজ্জামান খান ছাড়াও শিক্ষার্থী ফারদিন তৌসিফ, নুসরাত ফারিয়া নদী, রাকিব আহমেদ, নাঈম ইসলাম, সাজিদ ইসলাম, মারুফ হোসেন ও মোহাম্মদ লিমন উপস্থিত ছিলেন।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা শাখার সমন্বয়ক আখতারুজ্জামান খান জানান, আমরা হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে খোঁজ-খবর নিয়েছি। মানুষ যাতে ভালো সেবা পান, এজন্য কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছি।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।