ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চাঁদপুরে ১৫ ডায়াগনস্টিক সেন্টারের নেই নিবন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
চাঁদপুরে ১৫ ডায়াগনস্টিক সেন্টারের নেই নিবন্ধন

চাঁদপুর: শিগগিরই জেলার নিবন্ধন ছাড়া ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছে চাঁদপুর জেলা স্বাস্থ্যবিভাগ।  

মঙ্গলবার (১৬ জানুয়ারি) চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় ২৪২টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১৫টি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স (নিবন্ধন) নেই।

বাকি ২২৭টির নিবন্ধন আছে।

চাঁদপুর শহরে দুটি এবং হাজীগঞ্জ, কচুয়া ও মতলবে দুটি করে ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নেই। এর মধ্যে কয়েকটির নিবন্ধন নবায়নের প্রক্রিয়া চলছে। শুধু জেলার হাইমচর উপজেলার সবগুলোর নিবন্ধন রয়েছে।  

চাঁদপুরের সিভিল সার্জন মো. সাহাদাৎ হোসেন বলেন, গেল বছর অভিযান চালিয়ে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এখনো ১৫টি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নেই। এগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া রয়েছে। শিগগিরই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এগুলো বন্ধ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।