ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিরাজগঞ্জে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৫৮, ১ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
সিরাজগঞ্জে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৫৮, ১ জনের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একজন।

এ নিয়ে ডেঙ্গুতে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিনজন।  আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনসহ ডেঙ্গুতে আক্রান্ত মোট ১ হাজার ৭২০ জন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ইয়াছিন আলী জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৫৩ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬৪ জন। সবচেয়ে বেশি ভর্তি রয়েছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে।

তিনি বলেন, গত কয়েকদিন ধরেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ৭১ জন ও শুক্রবার (২২ সেপ্টেম্বর) ৩৪ জন এবং শনিবার (২৩ সেপ্টেম্বর) ৫৮ জন আক্রান্ত হয়েছে।

এদিকে, ২৪ ঘণ্টায় বিমল কৃষ্ণ (৪৮) নামে ডেঙ্গু আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিমল কৃষ্ণ রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা গ্রামের বিনয় কৃষ্ণের ছেলে।

সিরাজগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা. আ ফ ম ওবায়দুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি এসব রোগীর চিকিৎসা চলছে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন রয়েছে। গুরুতর অবস্থা হলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।