ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ফরিদপুরে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ১৭৮ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
ফরিদপুরে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ১৭৮ 

ফরিদপুর: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ১৭৮ জন রোগী।

ডেঙ্গুতে মৃত দুই ব্যক্তি হলেন - ফরিদপুর সদরপুর উপজেলার ভাষানচর এলাকার আলীম খাঁর ছেলে শিমুল খাঁ (৩০) ও একই জেলার নগরকান্দা উপজেলার দহিমারা গ্রামের মৃত আ. লতিফের ছেলে আ. হালিম (৮০)।

বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শিমুল খাঁ নামে এক যুবক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১ টার দিকে মারা যান তিনি।  

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ০২ সেপ্টেম্বর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন আ. হালিম। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মারা যান তিনি।

বর্তমানে হাসপাতালটিতে ২৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান এ চিকিৎসক।  

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭৮ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৯ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৪২ জন।
 
তিনি আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১৭ জন। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার। এর মধ্যে ৫ হাজার ৪৮৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।