ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউ নার্সদের অনুমোদিত ইউনিফর্মের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
বিএসএমএমইউ নার্সদের অনুমোদিত ইউনিফর্মের উদ্বোধন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সদের অনুমোদিত ইউনিফর্মের উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির এ ব্লক অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

 

অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা বাড়ানোর পাশাপাশি সেবার মান বৃদ্ধি পাওয়ায় বহির্বিভাগে রোগীর সংখ্যা বাড়ছে। এখানকার চিকিৎসক ও নার্সদের সেবার মান বৃদ্ধি পাওয়ায় সরকারের বিভিন্ন দপ্তরের পদস্থ ব্যক্তিরা প্রশংসা করেছে। এটি আমাদের জন্য গর্বের ও অনুপ্রেরণার বিষয়।

তিনি বলেন, আমাদের নার্সদের আবাসন ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য আমরা নিরলস কাজ করছি। আমরা রাজধানী ও এর আশপাশে জায়গা খুঁজছি। আমরা নার্সদের পেশার মানোন্নয়নের জন্য নানান উদ্যোগ নিয়েছি। যারা দীর্ঘদিন একই পদে আছেন তাদের পদোন্নতি কিভাবে দেওয়া যায় সেজন্য একটি কমিটি কাজ করছে।  আমরা আশা করছি, এসবের দ্রুত সমাধান হবে।  

উপাচার্য বলেন, আমাদের নার্সদের সময় মতো আসতে হবে। রোগীর সেবার জন্য তাদের আরও বেশি মনোযোগ দিতে হবে। রোগীর সেবায় মনোযোগ দেওয়ার জন্য অফিস চলাকালীন সময়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করছি। নার্সদের মিষ্টি ভাষায় রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলতে হবে। মনে রাখতে হবে, রোগীর পাশে নার্সদেরই বেশি সময় থাকতে হয়। হাসপাতালে চিকিৎসকের পাশাপাশি রোগীর আপনজন হলো নার্স। এজন্য নার্সদের বেশি দায়িত্ব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ,  উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্টার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. রেজাউর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের সেবা-তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) খালেদা আক্তার।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
আরকেআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।