ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশে প্রয়োজনের তুলনায় অপ্রতুল ইউরোলজিস্ট: ডা. শারফুদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
দেশে প্রয়োজনের তুলনায় অপ্রতুল ইউরোলজিস্ট: ডা. শারফুদ্দিন

ঢাকা: দেশে প্রয়োজনের তুলনায় অনেক কম (অপ্রতুল) ইউরোলজিস্ট রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সোমবার (২১ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে একটি কোর্সের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জন (বিএইউএস) ও আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের (এইউএ) যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে দুদিনব্যাপী লেসন ইন ইউরোলজি কোর্স-২০২৩ এর উদ্বোধন করা হয়।  

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, দেশে প্রতি লাখে একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন। বাংলাদেশে সে সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক নেই। বাংলাদেশে মাত্র ৪০০ জন ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দেশে নারী ইউরোলজি চিকিৎসক তুলনামূলক কম। নারী ইউরোলোজি চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে। পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করার পরও দরকার হয় উচ্চতর প্রশিক্ষণ। ইতোমধ্যে আমরা ইউরোলজিসহ বেশ কিছু বিভাগে ফেলোশিপ কোর্স চালু করেছি। ইউরোলজি বিভাগে ইউরোলজি অনকোলোজি ফেলোশিপ, পেডিয়াট্রিক ইউরোলজি ফেলোশিপ ও রেনাল ট্রান্সপ্ল্যান্ট বিষয়ে তিনটি ফেলোশিপ কোর্স চালু করেছি। আমি আশা করি এসব ফেলোশিপ শেষে একজন ইউরোলোজিস্ট আরও দক্ষ হয়ে ওঠবেন।

তিনি বলেন, ইউরোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক বাড়াতে আমরা উদ্যোগ নিয়েছি। যেসব প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি আছে, তারা আবেদন করলে ছাত্র ভর্তির ব্যবস্থা করব। এভাবে আগামী ১০ বছর চলতে থাকলে দেশে ইউরোলজির বিশেষজ্ঞ চিকিৎসক সংকট কাটিয়ে ওঠা যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসতিয়াক আহমেদ শামীম, ইউরোলজি বিভাগের রেনাল ট্রান্সপ্ল্যান্ট ডিভিশনের প্রধান প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বিএইউএস’র সাইন্টিফিক সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্রের এইউএ’র ডা. প্রিয়া পদ্মানবান, ডা. মন্টু গুপ্তা, ডা. রবার্ট কেলেব কোভেল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএইউএস’র সভাপতি অধ্যাপক ডা. একেএম খুরশিদ আলম। সঞ্চালনা করেন বিএইউএস’র সভাপতি ডা. এএইচএম আফজালুল হক রানা।

অনুষ্ঠানে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ৩ শতাধিক ইউরোলজির বিশেষজ্ঞ চিকিৎসক ও রেসিডেন্টরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।