ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরিফ (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত আরিফ ময়মনসিংহ নগরের আকুয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।

এ নিয়ে গত ১৫ দিনে চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকালপারসন ডা. ফরহাদ হোসেন হিরা এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে আরিফ ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জুলাই দুপুরে মমেক হাসপাতালে ভর্তি হন। এর চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৬ জুলাই) সকালে তার মৃত্যু হয়।  

ডা. ফরহাদ হোসেন হিরা জানান, এ হাসপাতালে এখন ৭২ রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে পুরুষ ৫৭, নারী ১১ ও চারজন শিশু আছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন ভর্তি এবং ১৪ জন ছাড়পত্র নিয়ে গেছে।  

এর আগে ২ জুলাই নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিলকিস আক্তার, ৮ জুলাই ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আব্দুর রাজ্জাক ও ১০ জুলাই আসমা বেগম নামে এক রোগীর মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।