ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঝিনাইদহে চার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
ঝিনাইদহে চার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

ঝিনাইদহ: ঝিনাইদহ পৌরসভায় চার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (১২ জুলাই) সকালে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

 

পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।  

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিথিলা ইসলাম, ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাউসার হামিদ ও শিশু হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. ফরিদ হাসান (জামিল) ও  অন্যান্য মেডিকেল অফিসার।  

রোগীদের চিকিৎসাপত্র দেওয়ার পর ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে। সঙ্গে মিনি প্যাথলজি ও ইসিজির ব্যবস্থাও করা হয়েছে। ১২ জুলাই (বুধবার) থেকে ১৫ জুলাই (শনিবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ৯টি স্থানে বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখবেন। চারদিনে পৌরসভার ১০ হাজার রোগীদের ফ্রি চিকিৎসাপত্র ও ওষুধ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।