ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: ঢাকার দুই হাসপাতালে দগ্ধসহ ৯ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
নারায়ণগঞ্জে বিস্ফোরণ: ঢাকার দুই হাসপাতালে দগ্ধসহ ৯ জন

ঢাকা: নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ডাইল পট্টিতে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে ঢাকার দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দগ্ধ তিনজনকে শেখ হাসিনা বার্ন ইসস্টিটিউটে বাকি ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া এই ঘটনায় একজন মারা গেছেন।

শনিবার (১৮ মার্চ) দুপুরের দিকে দুই হাসপাতাল থেকে সর্বশেষ এই তথ্য জানা যায়।

দগ্ধরা হলেন- রিকশা চালক রেজাউল করিম (৫০), জগদ্বীশ সরকার (৬৫) ও মো. শাহজাহান (৪০)।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, নারায়ণগঞ্জের ঘটনায় তিনজন দগ্ধ এসেছেন। তাদের মধ্যে রেজাউলের ৭ শতাংশ, শাহজাহানের ৫০ শতাংশ ও জগদ্বীশের ১০ শতাংস দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঢামেকের চিকিৎসারতরা হলেন- মো. হোসাইন (৫০), হযরত আলী (৪০), রবি দত্ত (৪২), মো. জাকির হোসেন (৪১), মো. বিল্লাল (৪৫) ও অজ্ঞাত (৫০)।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, নারায়ণগঞ্জের ঘটনায় এখন পর্যন্ত ৭ জন আহত হয়ে ঢামেক হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে আওলাদ হোসেন নামে একজন মারা গেছেন। আর আহত অজ্ঞাত (৫০) বছরের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। বাকিরা জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

>>> আরও পড়ুন: নারায়ণগঞ্জে বিস্ফোরণে নিহত আওলাদের মরদেহ ঢামেকে

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।